টিপন্নী

ক্ষমা করে দিয়ো মা

গর্ভধারিণী মাকে নিয়ে যায়
বিসিএস এক ছেলে,
অবশেষে তাকে আড়কোলা করে
দেয় দূরে ছুড়ে ফেলে।

বৌ’র কথা শুনে ছেলে কোনোদিন
কখনো এ কাজ করে,
ঘটনা শুনেই সব মানুষের
দুই চোখে জল ঝরে।

নিদারুণ এই করুণ কাহিনি
বুকে বুকে ব্যথা তোলে,
যেই ছেলেটাকে জননী কত না
রেখেছিলে বুকে-কোলে।

সেই জননীর এই দুর্দশা
সহ্য তো হয় না,
সব বাঙালির তরফে আমায়
ক্ষমা করে দিয়ো মা।
সূত্র: (ম্যাজিস্ট্রেট বউয়ের কথায় মাকে রেলস্টেশনে ফেলে গেলেন বিসিএস কর্মকর্তা)