ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়মূলক কার্যক্রম, মানসম্মত শিক্ষা, জনসেবার লক্ষ্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন, সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ৪৭তম শীতকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন ও হকিতে রানার্স আপ হওয়ায় সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।