বিনোদন ডেস্ক: জেলেখানায় প্রথম রাতটা না খেয়েই কাটল সালমান খানের। জেলের খাবার মুখে তোলেননি বলিউডের এই মহাতারকা। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সালমান বর্তমানে যোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বর ব্যারাকের ১০৬ নম্বর কয়েদি।
জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আদালতের নির্দেশ না থাকায় জেলে বিশেষ কোনও সুবিধে পাবেন না সালমান। আর পাঁচজন কয়েদির মতোই থাকতে হবে তাঁকে। তাই রাতে অন্যান্য বন্দিদের মতোই তাকে রুটি, ডাল এবং তরকারি খেতে দেওয়া হয়। কিন্তু তা খাননি সালমান। তিনি বাইরে থেকেও কোনও খাবার আনাননি। রাতে শোয়ার জন্য সালমানকে সাধারণ একটি চৌকি, একটি তোষক এবং কুলার দেয়া হয়। তবে তারকা অভিনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে জেলের মধ্যে তাঁর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে। যোধপুর জেলে স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপুর পাশের সেলেই রয়েছেন সালমান। সালমানের দুই বোন আলভিরা এবং অর্পিতা যোধপুরেই রয়েছেন। তাঁর দুই ভাই আরবাজ এবং সোহেল খানেরও শুক্রবার যোধপুর আসার কথা।