জীবননগরের আন্দুলবাড়িয়ায় জামায়াতের দু’কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে পেয়ে পুলিশ জামায়াতে ইসলামীর দু’কর্মীকে গ্রেফতার করেছে। গত বুধবার বিকেল ৪ টায় জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ গতকাল আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে আটক রাখার আদেশ দেন।
থানা সুত্রে জানা গেছে, পাঁকা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জামায়াতে ইসলামী দলের কর্মী আব্দুল লতিফ (৪০) ও আব্দুল হান্নান (৩৫) নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাড়িতে গোপন বৈঠক করছে। এ তথ্য পেয়ে জীবননগর থানার অফিসার ইনর্চাজ মাহমুদুর রহমানের নির্দেশে শাহাপুর পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই মশফিকুজ্জাঁমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জীবননগর থানায় হস্তান্তর করেন। গতকাল আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে আটক রাখার আদেশ দেন।