বিনোদন ডেস্ক: সালমান খানের জামিন আবেদনের রায় স্থগিত করেছে ভারতের যোধপুর আদালত। শনিবার (৭ এপ্রিল) পর্যন্ত রায় স্থগিত করা হয়েছে। শনিবারেই জানা যাবে, তিনি জামিন পাবেন কিনা। শুক্রবার (৬ এপ্রিল) আদালত এই স্থগিতাদেশ দেন। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ যোধপুর আদালতে আনা হয় সালমান খানকে। তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত দেহরক্ষী শেরা। পৌনে এগারোটা নাগাদ তার শুনানি শুরু হয়। কিন্তু শুনানি শুরু হওয়ার পরপরই চাঞ্চল্যকর অভিযোগ করে বসেন সালমান খানের আইনজীবী মহেশ ভোরা।
মহেশ ভোরা জানান, তাকে হুমকি দেয়া হয়েছে, যেন সালমান খানের জামিনের আবেদনের শুনানির সময় তিনি হাজির না হন। এমনকি মহেশ ভোরাকে হুমকি দিয়ে এমএমএসও পাঠানো হয়েছে বলে তার দাবি। এই অভিযোগের কারণেই আদালত খানিকটা সময় নিয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে শনিবার এই জামিন আবেদনের রায় দেয়া হবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে যোধপুরে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে সালমান খানের ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সঙ্গে ১০ হাজার রুপি জরিমানা। বৃহস্পতিবার (৫ এপ্রিল) এই রায় দেয় আদালত।