চুয়াডাঙ্গায় জেলা পরিষদের মাসিক উন্নয়নসভা অনুষ্ঠিত

পয়লা বৈশাখ উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের মাসিক উন্নয়নসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পয়লা বৈশাখ বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন, ঠিকাদারদেরকে কাজের অগ্রগতিসহ বিভিন্ন উন্নয়নমূলক আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরজাহান খানম, সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রশীদ ও হিসাব রক্ষক আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, মাফলুকাতুর রহমান সাজু, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান মোল্লা, আবু মুছা, তপন কুমার বিশ্বাস, খলিলুর রহমান, আসাবুল হক, রকিবুল হাসান, সিরাজুল ইসলাম, শফিউল কবির, জাফর আলী, মোসাবুল ইসলাম লিটন, শফিকুল আলম নান্নু, মাহবুবুর রহমান ছটকু, নুরুন্নাহার কাকলি, হাছিনা খাতুন, তানিয়া বেগম ও মিতা খাতুন উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন উপলক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানমকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। টেন্ডার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে চলমান ঠিকাদারদের দ্রুত কাজ শুরু করার তাগিদ দেয়া হয়। ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, স্কাউটিং, চিকিৎসা, ধর্মীয় ও অন্যান্য সামাজিক কল্যাণমূলক কাজে অনুদানের অনুমোদন দেয়া হয়।
সভার সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন বলেন, জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও টেন্ডারের কাজগুলো যথাযথভাবে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং কাজের মান সঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে গুরুত্বারোপ করেন।