গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হিন্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে বর্ষা নামের দু’বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির অদূরবর্তী পুকুরে এ ঘটনা ঘটে। বর্ষা হিন্দা গ্রামের গোরস্তানপাড়ার হামিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়সূত্রে জানা গেছে, বাড়িতে লোকজন কাজে ব্যস্ত ছিলো। শিশু বর্ষা খেলতে গিয়ে এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে এক পথচারী তাকে পানিতে হাবুডুবু অবস্থা দেখতে পেয়ে উদ্ধার করে। পরিবারের লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবারে বইছে শোকের মাতম।