আলমডাঙ্গা ব্যুরো: চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। তাদের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার হিরিমদিয়ায়। গত ৪ এপ্রিল দিনগত ভোররাতে চোরাই ইজিবাইকটি চুয়াডাঙ্গার একটি সিন্ডিকেটের হাতে তুলে দেয়ার উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে আলমডাঙ্গা টহলপুলিশ তাদেরকে আটক করে।
জানা গেছে, গত ৪ এপ্রিল দিনগত রাত ৩টার দিকে একটি পাখিভ্যানের পেছনে বেঁধে ৩ যুবকসহ একটি ইজিবাইক চুয়াডাঙ্গার দিকে নিয়ে যাওয়ার সময় আলমডাঙ্গা থানার নিয়মিত টহল পুলিশের টিম শহরের বাসটার্মিনালের নিকট তাদেরকে আটক করে। গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া ভেড়ামারার হিরিমদিয়ার ফজলুল হকের ছেলে জীবন (২৩), রহিদুল ইসলামের ছেলে সবুজ (২২) ও আব্দুল হালিমের ছেলে শাওন (২২)। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা সবকিছু স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, ইজিবাইকটির মালিক কুষ্টিয়া জেলার ভেড়ামারার উত্তর ভবানীপুর খানপাড়ার শমসের আলীর ছেলে ইউনুস আলীর। অন্যান্য দিনের মতো গত ২৭ মার্চ রাতেও ইউনুস আলী তার বাড়িতে ইজিবাইকটি চার্জে রাখে। চার্জরত অবস্থায় অজ্ঞাতরা রাত ৩টার দিকে ইজিবাইকটি চুরি করে। পরদিন অর্থাৎ গত ৪ এপ্রিল সন্ধ্যায় ভেড়ামারার চন্ডিপুরের পলান মোল্লার ছেলে সেলিম তাদেরকে ইজিবাইকটি দিয়ে রাতেই চুয়াডাঙ্গা শহরের রানা নামের এক যুবকের নিকট পৌঁছে দিতে ৩ হাজার টাকায় চুক্তি করে। চুক্তি অনুযায়ী আটক ৩ যুবক ইজিবাইকটি নিয়ে চুয়াডাঙ্গার রানা সিন্ডিকেটের নিকট পৌঁছে দিতে বের হয়। গভীর রাতে আলমডাঙ্গা রেলস্টেশনের সামনে পৌঁছুলে ইজিবাইকটির চার্জ শেষ হয়ে যায়। বিপাকে পড়ে তারা। রাত ৩টার দিকে তারা একটি পাখিভ্যান ভাড়া করে তার পেছনে ইজিবাইক বেঁধে চুয়াডাঙ্গায় যাওয়ার চেষ্টা করে। পথিমধ্যে আলমডাঙ্গা বাসটার্মিনালের নিকট পৌঁছুলে বাঁধে বিপত্তি। এএসআই খালেদের নেতৃত্বে নিয়মিত টহল পুলিশ টিমের সন্দেহ হলে তারা আটক করে ওই ৩ যুবককে। থানা পুলিশ ভেড়ামারা এলাকায় খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে যে চন্ডিপুরের সেলিম নিজেই আন্তঃজেলা চোর সিন্ডিকেটের নেতা। তাকে আটক করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।