মাথাভাঙ্গা নদী বাঁচাতে জেলা প্রশাসকের নিকট আবেদন বাঁধাগ্রস্ত হচ্ছে ¯্রােত : পানি দূষণসহ দেশীয় মাছ যাচ্ছে মরে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী বাঁচাতে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ। কেমার বাঁধ দেয়ার ফলে নদীর ¯্রােত বাধাগ্রস্তসহ পানি দূষণ ও দেশীয় মাছ মারা যাচ্ছে বলে দাবি করেন শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত আনিসুর রহমান পঁচা মিয়ার ছেলে হাবিবুর রহমান। একই সাথে তিনি বাঁধ উচ্ছেদে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে পদ্মার প্রধান উপ-শাখা মাথাভাঙ্গা নদী বয়ে গেছে। নদীতে জেলা সদরের হাজরাহাটি গ্রামের চান্দের কোনার মাঠ ও হাইকোথালী ঘাট, তালতলা বোরিং ঘাট, তালতলা শ্মশান ঘাট, হাটকালুগঞ্জসহ ৩০-৩৫টি স্থানে কোমর বাঁধ দেয়া হয়েছে। এতে মাথাভাঙ্গা নদীর চলমান ¯্র্েরাত যেনো থেমে গেছে। নদীর পানি দূষিত হয়ে ডিমওয়ালা মাছ মরে ভেসে উঠছে। পানি দূষিত হওয়ার কারণে জনসাধারণের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগীরা। এ বিষয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন জানান, জেলা প্রশাসন কোমর বাঁধ বন্ধ করতে বদ্ধ পরিকর। ইতোমধ্যেই মৎস্য অফিসারকে কোমরবাঁধ উচ্ছেদের জন্য জেলা মৎস্য অফিসারকে বলা হয়েছে।