চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য সহকারী পরিচালক খালেদা বেগম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ৫০ শয্যা থেকে ১শ’ শয্যায় উন্নিত হলেও এখানে সব সময় ২শ’র ওপর রোগী থাকে। এই স্বল্প জনবল নিয়ে যেভাবে সেবিকারা সেবা দিয়ে যাচ্ছে, সে জন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা। এর আগেও আমি এখানে এসেছি, এবার পরিদর্শনে এসে অনেক ভালো লাগছে। হাসপাতালের পরিবেশ এখন অনেক ভালো। পরিচ্ছন্ন পরিবেশ, অল্প জনবলের ভেতর মানুষ এখানে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে তা দেখে ভালো লাগছে। কথাগুলো বললেন স্বাস্থ্য অধিদফতরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক (সেবা) খালেদা বেগম। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, হাসপাতালে দর্শণার্থীদের ভিড় কমানো গেলে সেবা দিতে সুবিধা হতো। দর্শণার্থীদের নিয়ন্ত্রণ করতে হবে। পরে তিনি নার্সিং ইন্সটিটিউট পরিদর্শন করেন ও ছাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের সুন্দর ভবিষ্যত কামনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নার্সিং ইন্সট্যাক্টর ইনচার্জ (নিজ বেতন) আলোমতি বেগম, নার্সিং সুপারভাইজার ফেরদৌস আরা গিনি, ফেরদৌস আরা রোকেয়া, তরুলতা মন্ডল প্রমুখ।