স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু জামিনে মুক্ত হয়েছে। গতকাল বুধবার তিনি হাজত মুক্ত হন। এর আগে ঝন্টু গত রোববার উচ্চ আদালত থেকে জামিন পান।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ৩ ফেব্রুয়ারি ঢাকার মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটি ছিলো। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ায় সেই মিটিঙে যোগ দিয়েছিলেন। সাইফুর রশিদ ঝন্টু জেলা বিএনপির আহ্বায়কের সফর সঙ্গী ছিলেন। হোটেল মেরিডিয়ানের সামনে থেকে ডিবি পুলিশ ঝন্টুকে গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশের প্রিজন ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। দীর্ঘ ২ মাস কারাভোগের পর তিনি হাজত মুক্ত হলেন।