আলমডাঙ্গা ব্যুরো: চাচাতো ভাইয়ের ২টি মোষ প্রতারণা করে বিক্রি করার সময় মোষসহ আলমডাঙ্গার হারদী গ্রামের ইয়ামিন নামক এক যুবককে গ্রামবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
জানা গেছে, আলমডাঙ্গার হারদী গ্রামের কোরবান আলীর ছেলে ইয়ামিন আলী গতকাল বুধবার দুপুরে তার চাচাতো ভাই একই গ্রামের আয়নাল আলীর ২টি মোষ গা-ধোয়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় পার্শ্ববর্তী ওসমানপুর গ্রামে। সেখানে মোষ দুটি নিজের দাবি করে বিক্রির ইচ্ছা প্রকাশ করেন। এক পর্যায়ে ১ লাখ ৬৯ হাজার টাকা দাম সাব্যস্ত হয়। সে সময় ওসমানপুর গ্রামের কেউ বিষয়টি মোবাইলফোনে আয়নালকে জানান। পরে আয়নালের নির্দেশে মোষসহ ইয়ামিন আলীকে গ্রামবাসী আটক করে ওসমানপুর ফাঁড়ি পুলিশের হাতে তুলে দিয়েছেন। আটক ইয়ামিন বলেন, বিদেশ যাওয়ার জন্য তিনি চাচাতো দু’ভাইয়ের নিকট মাত্র ২ লাখ টাকা ধার চেয়েছিলেন। কিন্তু দেয়নি। এই ক্ষোভে তিনি চাচাতো ভাইয়ের মোষ বিক্রি করে টাকা নিতে চেয়েছিলেন।