আইপিএল স্থগিতে মাদরাজ হাইকোর্টে আবেদন

মাথাভাঙ্গা মনিটর: ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে বিসিসিআইয়ের যথাযথ পদক্ষেপ না নেয়া পর্যন্ত আইপিএল স্থগিত রাখার আর্জি জানিয়ে মাদরাজ হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। জনস্বার্থে এই আবেদন করেন সিনিয়র আইপিএস অফিসার জি সমপথ কুমার।

চেন্নাইয়ের অফিসার এই সমপথ কুমারই আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের খবর প্রকাশ্যে আনেন। এতে উল্টো ২০১৩ সালে ম্যাচ গড়াপেটায় বুকিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তামিলনাড়ু পুলিশের এসপি পদ থেকে অপসারিত হতে হয় সমপথকে। পরে অবশ্য, তার বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ হয়ে যায়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন মরসুম শুরুর আগে ম্যাচ গড়াপেটা বিষটির সমাধান করুক বিসিসিআই। জানিয়েছেন, আইপিএল বন্ধ করার পক্ষে নন, তবে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আইপিএল স্থগিত রাখার পক্ষে তিনি। আগামী শনিবার থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই-চেন্নাইয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। এর প্রাক্কালেই আবেদনটি করা হলো।