চেয়ারম্যানসহ ৬ জনের নামে মিথ্যা মামলা

জীবননগর নিশ্চিন্তপুরে জমি-জমা নিয়ে বিরোধে হামলা
জীবননগর ব্যুরো: জীবননগর জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষকে পিটিয়ে জখম পরে নিজেই বাদি হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৬জনের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে হামিদুল, বাবলু ও শাহাবুল জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের নুর বক্স ম-লের ছেলে মিঠু মুহুরীকে মারধর করে। এক পর্যায় মিঠুর ভাবি নুরুন্নাহার ছুটে এলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় মিঠুর ভাবি গুরুত্বর আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের আরও লোকজন হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি স্থানীয় ওয়ার্ড মেম্বারের মাধ্যমে গ্রামে বসে মীমাংসা করে সমাধান করা হয় বলে জানা গেছে। পরের দিন বাবলু বাদি হয়ে মিঠু ও ফারুকের নামে থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তাদের দুজনকে আটক করে। আটকের পর মীমাংসা করে আপস কপি থানায় জমা দিলে পুলিশ মিঠু ও ফারুককে ছেড়ে দেয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত সোমবার হামিদ বাদি হয়ে মিঠু, ফারুক, মিঠুর বোনাই ৪নং সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনসহ ৬জনের নামে জীবননগর থানায় আবারও একটি মিথ্যা মামলা দায়ের করে। এ মামলার ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর থানার এসআই জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে মৃত আব্দার রহমানের ছেলে আব্দুর রাজ্জাকে আটক করে। এ ব্যাপারে সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন বলেন, হামিদুল এবং মিঠু এরা দুজনই মামা-ভাগ্নে। আমি তাদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম এবং উভয় পক্ষকে এ বিষয়টি মীমাংসা করার জন্য বলি। আর উল্টো আমার নামেই থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।