চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধায় প- হয়ে গেছে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবশে করা হয়েছে। কারাবন্দী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম লিটন, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, মামুন রেজা সবুজ, মাগরিবুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমএ তালহা, যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, সহ-সভাপতি আইনাল হক, সদর থানা বিএনপি নেতা শফিকুল কবির জুয়েল প্রমুখ।