চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক ফারুকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক ফারুকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযাগ উঠেছে। গত মঙ্গলবার বিকেল ৩টায় সদর হাসপাতালের এক নারী স্বেচ্ছাসেবীকে শ্লীলতাহানি করে বলে গুঞ্জন উঠেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুরের ফারুক সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক হিসেবে চাকরি করেন। অফিস সহায়ক সদর হাসপাতালের এক নারী স্বেচ্ছাসেবীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে বলে ওই স্বেচ্ছাসেবী অভিযোগ করেন। তিনি আরও বলেন, গত মঙ্গলবার অফিস শেষে দক্ষিণ হাসপাতালপাড়ার ভাড়া বাড়িতে আসার পর বিকেল ৩টার দিকে ফারুক আসে। ঘরে কেউ না থাকার সুযোগে আমাকে জড়িয়ে ধরে। এ সময় আমার চিৎকারে দুঃসম্পর্কের এক খালা এলে আমাকে ছেড়ে দেয়। এসময় দরজা আটকিয়ে স্থানীয় এক সাংবাদিককে ফোন দেয়া হয়। ওই সাংবাদিক পুলিশ সাথে নিয়ে আমার বাড়ি আসে। এরপর আর কি হয়েছে আমি বলতে পারবো না। এ বিষয়ে অফিস সহায়ক ফারুক ঘটনা অস্বীকার করে নির্দোষ দাবি করেন। সিভিল সার্জন ডা. খায়রুল আলম জানান, আমি বিষয়টি শুনেছি। তবে অফিসের বাইরের ঘটনা হওয়ায় আমলে নেয়নি। শুনেছি এক সাংবাদিক ও ইমরান নামের এক পুলিশ সদস্য ছিলো এবং সেখান থেকে টাকা নিয়ে এসেছে।