বৈধ কাগজ না থাকা ও কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে একটি ইটভাটার ব্যবস্থাপককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বুজরুকগড়গড়িতে এ্যাপেক্স ইটভাটায় অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার বুজরুকগড়গড়িতে অবস্থিত এ্যাপেক্স ইটভাটা। ওই ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এছাড়া হুমকির মুখে রয়েছে ইটভাটার আশপাশের জমির ফসল ও জীববৈচিত্র। গতকাল বিকেলে ওই ভাটায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় কর্তৃপক্ষ ইটভাটার লাইসেন্স ও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবশেষে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪/১৪ ও ৬ ধারায় লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় ৫০ হাজার এবং কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস ওই অর্থদণ্ডাদেশ দেন। এসময় জরিমানার টাকা আদায় পূর্বক ওই ইটভাটা কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন বেঞ্চ সহকারী আব্দুল লতিফ ও পুলিশ লাইন্সের একদল পুলিশ সদস্য।