স্টাফ রিপোর্টার: সৎ মাকে কুপিয়ে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেছে আবু হুরায়রা মিম (১৫) নামে এক কিশোর। ঘটনাটি যশোরের ঝিকরগাছার কীর্ত্তিপুর গ্রামে। নিহত গৃহবধূর নাম আনোয়ারা বেগম (৪০)। দিনের পর দিন মায়ের কাছ থেকে নানাভাবে নির্যাতিত হচ্ছিলো দুই ভাই। তাই এ হত্যার পথ বেছে নেয় কিশোর আবু হুরায়রা মিম (১৫)। পুলিশকে একথাই বলেছে সে। গতকাল রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মশিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মা-ছেলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আনোয়ার বেগমের সৎ ছেলে উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রতিবেশীরা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসী জানিয়েছে, সৎ মা দীর্ঘদিন তাদের ওপর নির্যাতন করে আসছিলো। তারই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটতে পারে।
ঝিকরগাছা থানার ওসি জানান, কিশোর মিম তার সৎ মাকে কুপিয়ে হত্যার পর থানায় নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে। মিমের ভাষ্য-তারা দুই ভাই সৎমায়ের সঙ্গেই বসবাস করতো। সৎ মা আনোয়ারা বেগম তাদের দুভাইকে দিনের পর দিন অবর্ণনীয় নির্যাতন করে আসছিলো। নির্যাতন সহ্য করতে না পেরে ক্ষুব্ধ হয়ে কুপিয়ে হত্যার পর থানায় এসেছে।