দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ মেম্বার বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ নূর আলম ভুঁইয়া, মহাসচিব জোবায়ের আহমেদ এবং কেন্দ্রীয় স্ট্রিয়ারিং কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রেজার স্বাক্ষরিত পত্র মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সহসভাপতি বরকত আলী, হারুণ অর রশিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্মসম্পাদক মোমিনুল ইসলাম মনির, নূর আলম লাভলু, অর্থ সম্পাদক সাংবাদিক শমশের আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা, প্রচার সম্পাদক তাহাজুল ইসলাম, দফতর সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য ইউসুফ আলী ইছা মেম্বার, ওসমান আলী, রেজাউল করিম বুলুসহ সমিতির সকল সদস্য সিরাজুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ঢাকা মহানগর নাট্যমঞ্চে সম্মেলন অনুষ্ঠিত হয়।