মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের এক অসহায় পরিবারকে ভিটে থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ব্যক্তিরা।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মশিয়ার রহমানকে ভিটে থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ব্যক্তিরা। মশিয়ার রহমান জানান, ১৪১ নং গোবিন্দদপুর গাড়াবাড়ীয়া মৌজার ৭৪৫ নং দাগের ৩৮ শতক জমির মধ্যে ২ জমি সিরাজুল ইসলামের স্ত্রী নাছিমা খাতুনের কাছে বিক্রি করি। কিন্তু নাছিমা ২শতক জমি ছাড়াও অতিরিক্ত আরও ১শতক জমি বে-আইনীভাবে জোরপূর্বক দখল করে নিয়ে ওই জমিতে থাকা সকল গাছগুলো বিক্রি করে দিয়েছে। তিনি আরও বলেন, গত ১৩ ফেব্রুয়ারিতে ওই জমিতে প্রতিপক্ষরা বাউ-ারী দিতে গেলে আমি বাধা দিই। এ সময় আমাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছে।