জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছে। গতকাল রোববার উপজেলার হাসাহদ ইউনিয়নের পুরন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাসাদহ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রবি বিশ্বাস ও বিদ্রোহী প্রাথী সোহরাফ বিশ্বাসের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নব-নির্বাচিত চেয়ারম্যান রবি বিশ্বাসের কর্মী পুরন্দপুর গ্রামের মুনসুর আলীর ছেলে ফুল মিয়া ও তার ছেলে নাজমুল হোসেনকে (২৮) রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। সোহরাফ বিশ্বাসের কর্মী রমু ফকিরের ছেলে আকুব্বার তার ছেলে সোহান ও বিশারত আলীর ছেলে আক্তার হোসেন এ হামলা চালায় বলে অভিযোগ তোলেন। এ ব্যাপারে সোহরাফ বিশ্বাস কিছু জানেন না বলে সাংবাদিকদের নিকট জানান। নবনির্বাচিত চেয়ারম্যান রবি বিশ্বাস সাংবাদিকদের জানান, মারামারির বিষয়টি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। জীবননগর থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।