মাথাভাঙ্গা মনিটর: হংকংকে উড়িয়ে দিয়ে জকি ক্লাব মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল রোববার হংকংয়ের সিউ সাই ওয়াংয়ে অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। তিন ম্যাচের তিনটিতে জিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরছে। বাংলাদেশ প্রথম ম্যাচে ১০-১ গোলে মালয়েশিয়াকে, দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮-১ গোলে পরাজিত করে। গতকাল রোববার চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে বাংলাদেশের হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। গত শনিবার ইরানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন এ ফরোয়ার্ড। এ নিয়ে মেয়েদের ঝুলিতে পাঁচটি চ্যাম্পিয়নশিপ যোগ হলো।
২০১৫ সালে নেপালে এএফসি কাপ অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলে আঞ্চলিক পর্বে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। ২০১৬ সালে তাজিকিস্তানেও এই ধারা অব্যাহত ছিলো। ২০১৬ সালের শেষের দিকে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিলো। ২০১৭ সালের ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর এবার স্বাগতিক হংকংয়ের আমন্ত্রণমূলক কোনো আন্তর্জাতিক আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ।