দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুরে মাদকবিরোধী সমাজ গঠনে সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন। হাজি আয়ুব আলী রাজুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইসকাত আলী, জান মোহাম্মদ জানিব, লিয়াকত আলী, আলী আহমেদ, খায়রুল আলম, জিয়াউল হক, হারুন অর রশিদ, আহসান হাবীব, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, আবু সাঈদ, শাকিল আহমেদ, শফিউল্লাহ, ফরজ আলী, আজিম উদ্দিন প্রমুখ। উপস্থাপনা করেন কিতাব আলী। সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মাদককারবারিদের চিহ্নিত করে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানায়।