স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সরকারি কলেজের এফএফহলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. আব্দুল আজিজের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনাসভা সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক আবু সাইফ। এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মহসিন কবির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মৌসুমী হুসাইন ও কলেজছাত্র সাজেদুর রহমান বক্তব্য রাখেন। কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে পুরস্কার লাভ করেন ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্রী সৌম্যজিতা শ্রুতি।
প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় গুণী শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হচ্ছে। অনেকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সফলতা দেখিয়েছে। তাদেরকেও সম্মাননা দেয়া হলো। কলেজে সাংস্কৃতিকচর্চা কেন্দ্র তৈরি করা হবে। যাদের জন্য করা হবে, তাদেরকে পাবো কি-না এটা জানতে হবে। তাদেরকে আগ্রহী ও উৎসাহী হতে হবে। আমি এখনও পর্যন্ত তেমন কাউকে পাইনি। কলেজে ভলিবলে খেলোয়াড় পাওয়া গেছে। তাই তাদেরকে দিয়ে স্বাধীনতা কাপ ভলিবলে অংশ নিতে পেরেছি।