চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় তিন শিশু আহত : হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় পৃথক তিনস্থানে ছাদ থেকে পড়ে দু’স্কুল ছাত্র ও খাট থেকে পড়ে এক শিশু আহত হয়েছে। আহতরা হলো চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ীয়া পুর্বপাড়ার জহুরুল ইসলামের ছেলে স্কুল ছাত্র ইফাজ আল মিজবা (১১) ও কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর মাঝেরপাড়ার লালন মিয়ার ১০ মাস বয়সী মেয়ে বিথী আক্তার এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা বিষ্ণপুর উত্তরপাড়ার খোকন আলীর ছেলে স্কুলছাত্র সিয়াম (৭)। গতকাল শনিবার আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, ফুলবাড়ীয়ার ইফাজ আল মিজবা দুষ্টুমির কারণে সেই ছোট্ট থেকে বিপদ যেনো তার পিছু ছাড়ে না। এ যাবত সে অনেকবার বিপদে পড়লেও সৃষ্টিকর্তার অশেষ রহমতে বারবার উদ্ধার হয়েছে। পরিবারের অসাবধানতায় এক বছর বয়সে সে একবার তাদের বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। প্রতিবেশী একজন তাকে সে যাত্রা উদ্ধার করলেও দুবছর বয়সে গরুর পিঠে উঠতে গিয়ে পড়ে একটা হাত ভাঙে তার। পাঁচ বছর বয়সে তাদের বাড়ির পেছনে পাটকাটির একটি গাদায় আগুন লাগিয়ে লঙ্কাকান্ড ঘটায়। মিজবার শরীর আগুনের আঁচে কিছুটা ঝলসে গেলেও চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছে মিজবাকে। ৭ বছর বয়সে একবার ছাদ থেকে পড়ার দুবছর পর আবার সে তাদের বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মিজবা তাদের বাড়ির দ্বিতীয় তলার ছাদের ওপর ঘুড়ি ওড়ানোর সময় অসাবধানতায় নিচে পড়ে আহত হয়। এদিকে গতকাল সকাল ৮টার দিকে কুতুবপুরের বিথী আক্তার ঘরের ভেতর খাটের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়। অপর ঘটনায় গতকাল বিকেল ৪টার দিকে দামুড়হুদা বিষ্ণপুর গ্রামের সিয়াম তাদের বাড়ির দ্বিতীয় তলার ছাদে খেলা করছিলো। ছাদের কিনারায় গেলে অসাবধানতায় নিচে পড়ে আহত হয়েছে। পরিবারে লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।