তিনি ছিলেন দলের জন্য এক নিবেদিত প্রাণ
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল হক ফারাজি স্মরণে গতকাল শুক্রবার বাদ আছর বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বেগমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক বেগমপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র ১নং যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। এ সময় তিনি বলেন, প্রায়াত সিরাজুল হক ফারাজি ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ। তার হাতে গড়া বেগমপুর ইউনিয়ন বিএনপি একজন অভিভাবককে হারিয়েছে। অবিনশ্বর পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। প্রত্যেককে একদিন সবকিছু ফেলে চলে যেতে হবে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। সিরাজুল হক ফারাজি তেমনই দলের আদর্শবান নেতা ছিলেন। শুধু দলের নেতাই ছিলেন না বিভিন্ন সামাজিক কাজে অবদার রেখে গেছেন। তাইতো তিনি এলাকার মানুষের কাছে দানবীর হিসেবে পরিচিত ছিলেন। আজ এই শোকের দিনে আমরা যেমন একজন নেতাকে হারিয়েছি। তার পরিবারের সদস্যরা হারিয়েছে অভিভাবকে। সিরাজুল হক ফারাজির আদর্শ বুকে ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সকল ভেদাভেদ ভুলে শোককে শক্তিতে রূপান্তর করে বেগমপুর ইউনিয়ন বিএনপিকে আর সুসংগঠিত করতে হবে। বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের আয়োজনে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আসাবুল হকের উপস্থাপনায় শোকসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু, খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা কমিটির সদস্য হাজি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান তরফদার টিপু, রেজাউল করিম মুকুট, অ্যাড.শাহজাহান মুকুল, আবু জাফর মন্টু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, বিএনপি নেতা শফিকুল ইসলাম সাবু, শাজাহান কবির, হাবিবুর রহমান বুলেট, লিয়াকত আলী শাহ, খাজা আবুল হাসনাত, আ.খালেক, ফজলুল হক, আবুল কালাম, আশরাফুল হক মাসুম, আসলাম উদ্দীন, কায়েস উদ্দীন, হারুন অর রশিদ হারুন, মোমিনুল ইসলাম, আব্দুর রহিম, আব্দার আলী, খোকন, মাসুদ রানা, আশরাফুল ইসলাম, বাবু, রবিউল, ইসমাইল হোসেন, আব্দুল মাকেল, ফরজ আলী, আত্তাব আলী, মনিরুল ইসলাম, মমিন, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, আ.হাই, মশিয়ার রহমান মিলন, জহুরুল হক, মীর লিয়াকত আলী, জেলা জামায়াতের আমীর আনোয়ারুল হক মালিক, জেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সিরাজুল হক ফারাজি গত ২৪ মার্চ সকাল ৭টায় পক্ষাঘাত রোগে ভুগে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের জমিদাতা এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি, বেগমপুর পুলিশ ক্যাম্পের জমিদাতা, গোরস্তান কমিটির বর্তমান সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পৃষ্টপোষকতা করে গেছেন। এছাড়াও বেগমপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ৪বার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।