দর্শনা অফিস: দর্শনা মোহাম্মদপুর থেকে অজ্ঞাত যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর জামে মসজিদের অদূরে রাস্তা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অকস্মিকভাবে ওই যুবক মাটিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। সাথে সাথে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে। তবে দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে লাশ থাকলেও কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্র হেফাজতে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় মেলেনি। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে। মৃত অজ্ঞাতনামা যুবকের গায়ের রং ফর্সা, পরনে রয়েছে হোলসিমেন্ট কোম্পানির মনোগ্রামযুক্ত শাদা রঙের গেঞ্জি ও শাদা চেকলুঙ্গি। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে দর্শনা মোহাম্মদপুর মসজিদের অদূরে রাস্তার ওপর ওই অজ্ঞাত ব্যক্তি পড়ে থাকেন। তখনও তিনি বেঁচে ছিলেন। শেষ পর্যন্ত পরিচয় না মিললে আজ শনিবার ময়নাতদন্ত শেষে চুয়াডাঙ্গা আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্বাবধানে দাফন করা হতে পারে।