স্টাফ রিপোর্টার: দর্শনার পরানপুর রিফিউজি কলোনির শরিফুল ইসলাম মুকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে ও একজন মুদি ব্যবসায়ী। গত ২৬ মার্চ রাতে প্রথম দফা ও ২৯ মার্চ বিকেলে দ্বিতীয় দফায় তাকে কুপিয়েছে বলে মুকুল ও তার পরিবারের লোকজন অভিযোগ করেন। মুকুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মুকুল ও তার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, গত ২৬ মার্চ রাতে এলাকার কিছু ছেলেদের সাথে নিয়ে তাদের পাড়ায় পিকনিক করছিলো মুকুল। এসময় প্রতিবেশী কাশেম মন্ডলের ছেলে সোহেল ও দর্শনা মোবারক পাড়ার আমজাদের ছেলে পিন্টু তাকে পার্শ্ববর্তী একটি মাঠের ভেতর ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বাম পায়ের রগ কেটে দেয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলে মুকুলকে মামলা না করার জন্য হুমকি দেয় এবং দ্বিতীয় দফায় আবার তাকে লাঠিশোটা দিয়ে পিটিয়ে আহত করে। পরিবারের লোকজন মুকুলকে নিয়ে প্রথমে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।