মেহেরপুর উৎসবের আমেজ : ২টি প্যানেলসহ মোট প্রার্থী ২২
মেহেরপুর অফিস: আজ শনিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে মেহেরপুরে চলছে উৎসবের আমেজ। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১ হাজার ১৩৭ জন ভোটার তাদের পছন্দের ১০ জন প্রার্থীকে নির্বাচিত করবেন। নির্বাচনে জয়ী হতে ১০ সদস্য বিশিষ্ট ২টি প্যানেলসহ মোট ২২ জন ভোটার ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে।
জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচনে মফিজ-সাইদুর পরিষদ এবং স্বাধীনতা পরিষদ নামের দুটি প্যানেলের মধ্যে মূলত লড়াই হবে। তারপরও নির্বাচিত হতে প্যানেলের বাইরে আরও ২ জন প্রার্থী লড়ছেন। মফিজ-সাইদুর প্রার্থীরা হলেন মফিজুর রহমান সহসভাপতি ও সাইদুর রহমান সাধারণ সম্পাদক। এছাড়া এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন সহসভাপতি মোমিনুল ইসলাম, যুগ্মসম্পাদক আলী রেজা বিচু ও আব্দুল ওয়াদুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহিদুল ইসলাম মুহিদ, আজিজুল হক, খন্দকার কামরুল হাসান দীপু, মাহফুজুর রহমান খাঁন মুন্না ও মিজানুর রহমান হিরন। এদিকে অপর প্যানেল স্বাধীনতা পরিষদে সহসভাপতি পদে মাহবুবুল হক মন্টু ও জাহিদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক পদে নিশান সাবের, যুগ্মসাধারণ সম্পাদক আতিক স্বপন ও সামসুজ্জামান রন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে সুলতানা রাজিয়া টনি, মামদুদা খাতুন রেশমা, আসাদুজ্জামান লাল্টু, নূর আলম ও আসাবুল হক। এছাড়া প্যানেলের বাইরে যুগ্মসাধারণ সম্পাদক পদে আফসারুল হাসান সুমন ও কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল মজিদ ভোট যুদ্ধে লড়ছেন।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ। সহযোগিতা থাকছেন প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার।