স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আলী কদরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শ্রমিকলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রিপন ম-ল, সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুস সালাম, ইউনুস খাঁন রাজু, আব্দুস সালাম, আব্দুল মাজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, মুক্তার হোসেন মিলন, মিরাজুল ইসলাম নান্টু, সহ-সাধারণ সম্পাদক শেখ আরিফ হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সাইদুর রহমান, দফতর সম্পাদক সোহেল জোয়ার্দ্দার, সহ-দফতর সম্পাদক আসাদুজ্জামান শিপলু, সহ-অর্থবিষয়ক সম্পাদক সতেন্দ্রনাথ কুমার দাস, সহ-আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন খাতুন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গৌর চন্দ্র সরকার, কার্যকরি সদস্য কিয়াম উদ্দিন, শহিদুল ইসলাম, আজিজুল হক প্রমুখ। হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি শ্রমিকলীগ নেতা প্রয়াত আলী কদরের রাজনৈতিক কর্মকান্ডের স্মৃতিচারণ করার সময় তার সাংগঠনিক কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মওলানা বশির আহমেদ।