আলমডাঙ্গার জোড়গাছায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে দুজনকে কুপিয়ে আহত

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার জোড়ঘাছায় পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে দুজনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নাগদা ইউনিয়নের জোড়গাছা উত্তরপাড়ার মৃত আনছার আলী ম-লের ছেলে আইন আলী ও তার চাচাতো ভাই আমদ আলী ম-লের ছেলে মতিয়ার রহমান। গত বৃহস্পতিবার রাতে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হাসপাতালে আহতদের শয্যাপাশে থাকা তাদের পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, আইন আলী ও মতিয়ার রহমান খবর পায় তাদের ফুপাতো ভাই হাবিবুর রহমানের বাড়ি ও দোকান ভাঙচুর করছে প্রতিবেশী সাহাবুল তার ভাই সিরাজ ও সাহাবদ্দীনসহ তাদের চাচাতো ভাই হাসিবুল, গনি মিলে। খবর পেয়ে আইন আলী ও মতিয়ার রহমান হাবিবুরের বাড়িতে যায়। এ সময় সাহাবুল, সিরাজ, সাহাবদ্দীন, হাসিবুল ও গনি মিলে ধারালো অস্ত্র দিয়ে আইন আলী ও মতিয়ার রহমানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতদের পরিবারের লোকজন জানিয়েছে হামলাকারীদের সাথে আইন আলী ও মতিয়ারের পূর্বশত্রুতা ছিলো।