হজ ফ্লাইট শুরু ১৪ জুলাই : বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ ফ্লাইট আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একে এম শাজাহান কামাল গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এর আগে একই স্থানে ধর্ম ও বিমান মন্ত্রণালয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন আব বাংলাদেশ (হাব), বাংলাদেশ বিমানসহ হজের সাথে সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।  শাজাহান কামাল বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন। নির্দিষ্ট আকার ও জাতীয় পতাকাখচিত পলিব্যাগ ও কিটব্যাগ হজযাত্রীদের নিজ নিজ ব্যবস্থাপনায় কিনতে হবে।  বিমানমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ আছে। প্যাকেজ ১-এর জন্য দিতে হবে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। আর প্যাকেজ ২-এর জন্য লাগবে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এর মধ্যে বিমান ভাড়া এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।

 

এইচএসসির প্রশ্ন ফাঁস ঠেকাতে সব ব্যবস্থা নেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার: আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘অতীতের অভিজ্ঞতার আলোকে এবার পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং প্রশ্ন ফাঁস ঠেকাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের খাম খোলা হবে। সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। ভুল ও বিভ্রান্তিমূলক প্রশ্ন প্রকাশ করে প্রচারণা চালানো হয়। এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। জাতির ভবিষ্যতের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

যশোরসহ ৫ জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হচ্ছে। বাংলা নামের সঙ্গে মিল করতে এ পরিবর্তন আনছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় আগামী সোমবার এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, পাঁচটি জেলার নামের ইংরেজি বানানে কিছুটা অসঙ্গতি আছে। এটা দূর করতে নিকার সভায় একটি প্রস্তাব উঠছে। সভাটি হবে সোমবার।

উল্লেখ্য, নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানাসহ প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে নিকার সভায়। প্রধানমন্ত্রী হচ্ছেন এ কমিটির আহ্বায়ক।

বর্তমানে চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong, কুমিল্লার বানান Comilla, বরিশাল বানানBarisal, যশোরের বানান ও বগুড়ার বানান Bogra. মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, gong-এর পরিবর্তে বানান-Chattagram, Comilla এর পরিবর্তে Kumilla, Barisal এর পরিবর্তে Barishal, Jessore এর পরিবর্তে Jashore এবং Bogra এর পরিবর্তে Bogura করার প্রস্তাব অনুমোদনের জন্য নিকার সভায় উঠছে।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে রাবি অধ্যাপকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিভাগের প্রথম বর্ষের ক্লাস নেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। বিভাগের শিক্ষার্থীরা জানান, সকাল ৯টার দিকে তিনি বিভাগের প্রথম বর্ষের ক্লাস নিচ্ছিলেন। এ সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক আজিজুল হক বলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি আমাদের সাথে কথা বলছিলেন। হাসপাতালে প্রথমে তার ডায়াবেটিস পরীক্ষা করা হয়। বুকে ব্যথা অনুভব করায় হার্ট অ্যাটাক হয়েছে কিনা পরীক্ষা করার সময় তার মৃত্যু হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমাদের জানিয়েছেন। বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।