মেহেরপুর অফিস: মেহেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী মিনারুল ইসলামের ২ বছর কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক শহীন রেজা ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত মিনারুল ইসলাম গাংনী উপজেলার কসবা গ্রামের ফকির চাঁদের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর মিনারুল তার স্ত্রী টোকারী খাতুনের কাছে দেড় লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু যৌতুক না দিলে তাকে নির্যাতন করতে থাকে। পরে ২০১৭ সালের ৮ জুলাই টোকারী থাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দালিখ করেন। মামলায় ৩ জন সাক্ষীর সাক্ষগ্রহণ করেন।
মামলায় বাদী পক্ষে সাথী বোস ও আসামি পক্ষে মিজানুর রহমান আইনজীবীর দায়িত্ব পালন করেন।