চুয়াডাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং ঢাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ আয়োজন ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তরা হয়েছে। ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’ স্লোগানকে সামনে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। এ প্রজন্মের ক্ষুদে বিজ্ঞানীরা বাংলাদেশকে প্রযুক্তির শীর্ষে পৌঁছে দেবে। মেলার মাধ্যমে আমরা প্রত্যেক শিশুর সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে চাই। এই মেলা শিশুদের বিজ্ঞানমনস্ক এবং নিত্যনতুন উদ্ভাবনে উৎসাহিত করবে।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ আরও বলেন, প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ বৈপ্লাবিক পরিবর্তন সাধিত হয়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান খাতে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রযুক্তি খাতে বিদ্যমান সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে হবে। প্রযুক্তি ক্ষেত্রে আমাদের সম্ভাবনাগুলোকে প্রয়োগ করতে পারলে এ খাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, এসএম ই¯্রাফিল ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ¯িœগ্ধা দাস। এ বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় তাদের উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী করা হয়।