দামুড়হুদার বড়বলদিয়া ও বাড়াদি বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান
দর্শনা অফিস: দামুড়হুদার বড়বলদিয়া ও বাড়াদি বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে উদ্ধার করা হয়েছে, মদ, গাঁজা ও মোটরসাইকেল। আটক করা হয়েছে অভিযুক্ত দু মাদককারবারীকে। আটককৃতদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গত বুধবার রাত ১টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আসাদুল করিম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ইউনিয়নের হৈবতপুর পাঁচকবর নামক স্থানে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে পাঁচকবরের সামনের সড়ক থেকে আটক করা হয় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (২৭) ও দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুরের শাহজুল মন্ডলের ছেলে শামীম হোসেনকে (৩২)। আটককৃতদের কাছ থেকে ৩ বোতল ভারতীয় মদ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় হাবিলদার আসাদুল করিম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার আটককৃত শামীম ও ইয়াকুবের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। ওই রাত সাড়ে ৭টার দিকে একই ইউনিয়নের বাড়াদী বিজিবি ক্যাম্পের নায়েক গোলাম সরোয়ার সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান বাড়াদী মাঠে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে বাড়াদী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি সদস্যরা আটক করতে পারেনি কোনো মাদককারবারিকে।