স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করা হয়েছে। ওজোপাডিকোর দাবিকৃত সমুদয় বকেয়া বিদ্যুত বিল গতপরশু বুধবার পরিশোধ করা হয়। অপরদিকে পৌরসভায় মশা নিধনের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে সূত্র জানিয়ে বলেছে, আশেপাশের জেলাগুলোর পৌরসভায় বিদ্যুতের বিল বকেয়ার পরিমাণ কোটি ছুলেও কথা হয় না, অথচ চুয়াডাঙ্গা পৌরসভার বিদ্যুত বিল ২২ লাখ হওয়ার আগেই ওজোপাডিকো নোটিশ দিয়ে হলুস্থুল কা- ঘটিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করা না হলে ২৯ মার্চের পর সংযোগ বিছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়ে নোটিশ দেয়া হয়। এ নোটিশের বরাত দিয়ে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়। গতপরশু বুধবার বিদ্যুত বিল পরিশোধ করা হলেও পৌরসভার মতো একটি জনসেবামূলক প্রতিষ্ঠানের নোটিশ নিয়ে আলোচনা শুরু হয়। তবে সব আলোচনার অবসান হয়েছে গতপরশু বিদ্যুত বিল পরিশোধের মধ্যদিয়ে। এদিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় মশার অবর্ণনী উপদ্রব বেড়েছে। মশা-মাছি বাহিত রোগে বড়ধরনের ক্ষতিরও আশঙ্কা করছেন অনেকে। এরই মাঝে পৌরসভার তরফে বলা হয়েছে, আড়াই লাখ টাকার বাজেট নিয়ে মশা নিধনের কর্মসূচি অব্যাহত রয়েছে। ১ মার্চ থেকে মশা নিধন চললেও তার তেমন সুফল না মেলায় প্রশ্ন উঠলেও চুয়াডাঙ্গা পৌর মেয়র বলেছেন, পৌরসভায় উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। মশা নিধনের কর্মসূচি চলছে। প্রয়োজনে আরও জোরদার করা হবে। আমি পৌরবাসীর সেবায় নিয়োজিত।