স্টাফ রিপোর্টার: শিক্ষার মানোন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে এবার স্কুল কলেজ ও মাদরাসায় স্থাপন করা হচ্ছে ডিজিটাল হাজিরা মেশিন ও সিসি ক্যামেরা। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ডিজিটাল হাজিরা ও সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ডিজিটাল হাজিরা ও সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর ডিগ্রি কলেজের ম্যানিজিং কমিটির সভাপতি মুন্সী আলমগীর হান্নান, পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান, অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাসসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন জীব বিজ্ঞানের প্রভাষক কামরুজ্জামান।