শিগগিরই প্রয়োজনীয় সমাধানের আশ্বাস : নবনির্মিত ভবন নিয়ে কোনো মন্তব্য করেননিচুয়াডাঙ্গা সদর
স্টাফ রিপোর্টার: বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. রওশন আনোয়ার আকস্মিক চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে তিনি হাসপাতালের অপারেশন খিয়েটার ও ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার রিপোর্টারের সাথে আলাপকালে তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ৫০ শয্যার লোকবল দিয়ে চলছে ১শ’ শয্যার কার্যক্রম। সেই হিসাবে চিকিৎসার মান খারাপ না। তবে অপারেশন থিয়েটারের অবস্থা আশানারূপ ভালো না। আল্ট্রাসনো করার জন্য প্রয়োজনীয় যন্ত্র থাকলেও সনোলজিস্ট না থাকায় সেটাও হচ্ছে না। এক্স-রে করার জন্য সব ফিল্ম না থাকায় রোগীরা প্রতিনিয়ত ভোগান্তি ও দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুনঃপুন লিখিতভাবে তাগিদ দিলেও কোনো সাড়া মিলছে না। তবে আশা করছি খুব শিগগিরই এই বিষয়ে প্রয়োজনীয় সমাধান হবে। আর ২’শ ৫০ শয্যা নবনির্মিত ভবনের বিষয়ে তিনি বলেন, গণপূর্ত বিভাগ এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করেনি। তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।