মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের একটি আমবাগানে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার অপরাধে তেলা শেখ নামের এক ব্যক্তিকে আটক করে মুজিবনগর থানা পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় থানায় মামলা হলে আটক তেলাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে বাগোয়ান গ্রামের ফারুকের আমবাগানে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের ফতু শেখের ছেলে তেলা শেখ গ্রামের ফারুকের আমবাগানে একই গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী (১৪) কে ফুঁসলিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বুদ্ধি প্রতিবন্ধীর চিৎকারে লোকজন জড়ো হয়ে তেলাকে আটক করে মুজিবনগর থানা পুলিশে দেন। পরে প্রতিবন্ধীর পিতা মুজিবনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মুজিবনগর থানা পুলিশ তেলা শেখকে আদালতে পাঠায়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।