মউক হলরুমে খাদ্য অধিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে বার্ষিক সাধারণসভা

আমঝুপি প্রতিনিধি: গতকাল বুধবার সকাল ১০ ঘটিকার সময় মানব উন্নয়ন কেন্দ্র মউক হলরুমে ‘খাদ্য অধিকার আইন চাই সবার জন্য, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চয়তা চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য অধিকার ক্যাম্পেইন-২০১৮ বার্ষিক সাধারণসভা অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন খাদ্য অধিকার বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির সদস্য সচিব ও মউক নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন আব্দুর রহিম, সদস্য খাদ্য অধিকার বাংলাদেশ, মৌচাকের নির্বাহী পরিচালক ডা. আলাউদ্দিন, হকার্স ফেডারেশনের নির্বাহী পরিচালক মামলত হোসেন প্রমুখ। বক্তারা সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চয়তাসহ খাদ্য অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমগীর হোসেন।