আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে ত্রি-বার্ষিক নির্বাচন
হারুন রাজু: দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচনী তফশিল ঘোষনা করা হয়েছে। সাংবাদিকদের সাথে নির্বাচন পরিচালনা পর্ষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন মানেই সরগরম অবস্থা। নির্বাচনী প্রচারণা বেশ আগে থেকেই শুরু হলেও সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে খানেকটা দেরীতে। প্রার্থীরা-প্রার্থিতা জানান দিয়েছে বেশ আগে ভাগেই। ছবি সংবলিত ডিজিটাল ব্যানার, ফ্যাস্টুন ও পোস্টারের মাধ্যমেই শুধু প্রার্থীতা জানান দেয়া হয়নি। প্রচার-প্রচারণার ক্ষেত্রেও ছিলো না কোনো কমতি। এবারের নির্বাচনে পুরাতনদের তুলনায় নতুনদের মুখ বেশি লক্ষনীয়। গত ২৩ মার্চ সাধারণসভায় ঘোষণা দেয়া হয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নাম। এ কমিটি গত পরশু দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার ১ দিনের মাথায় গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে বৈঠকের মাধ্যমে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজি আজির বক্সের সভাপতিত্বে বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা করেন কমিটির সদস্য হাজি জয়নাল আবেদীন, হাজি আকমত আলী, গোলাম ফারুক আরিফ, অ্যাড. আফতাব উদ্দিন, আশরাফুল আলম উলুম ও সাংবাদিক হানিফ ম-ল। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সহসভাপতি আনোয়ার হোসেন রতন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, যুগ্ম-সম্পাদক আবুল বাসার, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান, দফতর সম্পাদক মিজানুর রহমান সরকার, সদস্য আ. আলীম, হাফিজ মল্লিক, জামাল উদ্দিন, হাবিব শিকদার প্রমুখ।
নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাজি আজির বক্স নির্বাচনী তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী আজ ২৯ মার্চ সকাল ৯টায় দোকান মালিক সমিতি কর্তৃক প্রদেয় ভোটার তালিকা প্রকাশ, ৩০ মার্চ বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাম ও ওয়ার্ড সংশোধনী, ৩১ মার্চ রাত ৯টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ ও ২ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ৩ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। ৪ এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৫ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ৭ এপ্রিল সকাল ১০টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ২০ এপ্রিল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দর্শনা ডিএস সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসায় গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সমিতির পক্ষ থেকে ৯৮৭ জনের ভোটার তালিকা তুলে দেয়া হয়েছে নির্বাচন পরিচালনা পর্ষদের হাতে। নির্বাচন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে ভোটার সংখ্যা বাড়তে বা কমতে পারে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে রয়েছেন বলে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি তোফাজ্জেল হোসেন ও নতুন প্রার্থী টিপু সুলতান ও হারুন অর রশিদ। সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা। গতবারের পরাজিত সেলিম মেহমুদ মিল্টন ও নতুন প্রার্থী মনজুর মোর্শেদ। দিন বাড়ার সাথে সাথে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অন্যান্য পদের বিপরীতে অসংখ্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কে কে মাঠে টিকে থাকে তা এখন দেখার অপেক্ষামাত্র।