জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে

?

চুয়াডাঙ্গার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণকালে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার

বেগমপুর প্রতিনিধি: বর্তমান সরকার শিক্ষাখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তাই জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে এবং মানব উন্নয়ন ঘটাতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখে ছিলেন, সে স্বপ্ন বাস্তবায়ন করতে বর্তমান সরকার কাজ করছে। গতকাল বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তরুণ রাজনৈতিক নেতা সাইফুল আজম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেন, আ.লীগ নেতা শুকুর আলী, শঙ্করচন্দ্র ইউপি সচিব ফয়জুর রহমান, সাইবুর রহমান কাজল, মাসুম রানা প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।