স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকা হাজরাহাটির তিন যুবককে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত সাড়ে ৯টার দিকে এদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনজনের একজনের মুখে ঘুষি মেরে কেটে দেয়া হয়েছে। অপর দুজনকেও মেরে গুরুতর আহত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি হাজরাহাটি ফেরার পথে শোভা নার্সারির নিকট পুরাতন কবরস্থানের পাশে কয়েকজন যুবক গতিরোধ করে মারপিট করে বলে অভিযোগ করে।
আহত তিন যুবক হলেন চুয়াডাঙ্গা হাজরাহাটির হাজিপাড়ার খলিল শেখের ছেরৈ সাইদ শেখ (২৭), মালেক শেখের ছেলে মনোয়ার হোসেন (৩২) ও একই গ্রামের শেখপাড়ার করম আলীর ছেলে রতন (৩২)। এদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আহতরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘চুয়াডাঙ্গা জেলা শহরে কাজ শেষ করে একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। পেছন থেকে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক ধাওয়া করে। পুরাতন কবরস্থানের নিকট গতিরোধ করে আমাদের বেদম প্রহর করতে থাকে।’ কেন মেরেছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত বলেনি আহতরা।