স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন) মো. তরিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামীকাল শুক্রবার সকাল ৯টায় জেলার টাউন ফুটবলমাঠে দিনব্যাপী স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। খেলায় দুটি গ্রুপে ৮টি দল অংশ নেবে। প্রথম গ্রুপে রয়েছে রামদিয়া, ঝিনাইদহ, আলমডাঙ্গা ও পীরপুর দল এবং দ্বিতীয় গ্রুপে রয়েছে জামজামি, কালিগঞ্জ, আসমানখালী ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ দল। গ্রুপ দুটির মধ্যে সেমিফাইনাল এবং পরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন।