স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের ম্যাচে চুয়াডাঙ্গা মাঝেরপাড়া মিতালী সংঘ ৬৬ রানে সিরাজুল ইসলাম স্মৃতি সংঘকে পরাজিত করেছে। চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে মিতালী সংঘ ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে সিরাজুল ইসলাম স্মৃতি সংঘ ৯০ রানে অলআউট হয়। বড় ব্যবধানে নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করায় মিতালী সংঘের পরিচালক ও সভাপতি মহসিন রেজা সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। দিনের অপর খেলায় সিএসও ২ উইকেটে হারায় আমিন স্মৃতি সংঘকে। গতকালের খেলাটি পরিচালনা করেন জেহাদ-ই-জুলফিকার টুটুল, আব্দুল মালেক ও আজিম হায়দার। আজ একই মাঠে প্রথম খেলায় টাউন ক্লাব ও ইমা স্পোর্টিং ক্লাব এবং দিনের দ্বিতীয় খেলায় ডেসটিনি পাউয়ার প্রোজেক্ট খেলবে ধানসিঁড়ির বিরুদ্ধে।