কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের আয়োজনে অধ্যক্ষ মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও দর্শনা পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান জেলা আ.লীগ সদস্য খলিলুর রহমান ভুট্ট, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, দর্শনা কলেজের সাবেক অধ্যাপক মো. আব্দুল গফুর, দামুড়হুদা উপজেলা আ.লীগ সহকারী সভাপতি সহিদুল হক, জেলা কৃষক লীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা রবিউল হোসেন সুকলাল, নুর হাকিম, মুক্তিযোদ্ধা মো. নুর ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্মসম্পাদক শরীফুজ্জামান শরীফ, ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সম্পাদক সানাউল কবির শিরিন, ছাত্রলীগ নেতা তুহিন আক্তার, কার্পাসডাঙ্গা ফাঁড়ির এএসআই আবুল কাশেম। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল ইসলাম। এরপর সন্ধ্যায় কলেজ মাঠ প্রাঙ্গণে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।