দামুড়হুদা প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে উজিরপুরে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৮০ ভোটারের মধ্যে ৫০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে আব্দুল আজিজ ভ্যানগাড়ি প্রতীকে ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত অপর দু প্রার্থী শরিফ উদ্দিন টিউবওয়েল প্রতীকে ১৫৪ এবং পানির ট্যাংক প্রতীকে শাহিন আলী পেয়েছেন ৬০ ভোট। সহ-সভাপতি পদে ইকরামুল হক কলস প্রতীকে ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী একমাত্র পরাজিত প্রার্থী সাইদুল ইসলাম ফুটবল প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে রেজাউল হক গোলাপফুল প্রতীকে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র পরাজিত প্রার্থী মাহাবুল জগ প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী দু প্রার্থীর মধ্যে আব্দুল হালিম মই প্রতীকে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র পরাজিত প্রার্থী মিলন আলী জোয়ার্দ্দার মোবাইল প্রতীকে পেয়েছেন ১৯৪ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ইকরামুল হক ইকরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) মাসুদার রহমান। এদিকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচিতরা দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানকে ধন্যবাদ জানিয়েছেন।