স্টাফ রিপোর্টার: আজ ভোট। এ ভোটের আগের দিন তথা গতকাল বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা আইলহাসের খাসবাগুন্দায় এক স্কুলশিক্ষকসহ দুজনকে মারধর করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। আহত দুজন পারভেজ কবির রানা ও একই গ্রামের নাজিম উদ্দীন (৪৫) গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খাসবাগুন্দা গ্রামের মৃত মহর আলী ম-লের ছেলে নাজিম উদ্দীন চুয়াডাঙ্গা জেলা সদরের বড় সলুয়া উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেছেন, ভোটের আগের দিন নাসির উদ্দীনের ছেলে পারভেজ কবির রানাকে সাথে নিয়ে প্রতিবেশীর বাড়ি গিয়ে কথা বলছিলাম। ভোটের দিন মুরগি রান্না করা যায় কিনা তাও আলোচনায় উঠে আসে। এ রকমই এক মুহূর্তে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেকের নিকট আত্মীয় জামাল, মুদুদ আমাদের ওপর হামলা চালিয়ে বেদম মারপিট করে। আমরা আহত হলে আমাদের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
নাজিম উদ্দীন এ তথ্য দিলেও অপরপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সূত্র বলেছে, নির্বাচনের আগের দিন ভোট চাওয়া নিয়ে মতবিরোধের জের ধরে বাগবিত-ার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।