বদরগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ২দিনব্যাপী সাংস্কৃতিক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলের মধ্যদিয়ে বিভিন্ন ইভেন্টের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা ইটভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি মো.আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের নির্বাহী সদস্য সাবেক চেয়ারম্যান হাজি মো. শাখাওয়াত হোসেন টাইগার। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলাম, সহকারী শিক্ষক মো.সাইফুল ইসলাম স্বপন, মো. দবির আহমেদ, ক্রীড়াশিক্ষক মো.সানোয়ার হোসেন, মো.সহিদুল ইসলাম, আছির উদ্দিন, মনির উদ্দিন, মোছা.খাতিজা বেগম, বদরগঞ্জ দোকানমালিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও দাতা সদস্য মো.এএনএম আশিফ মিয়া, নবনির্বাচিত সহসভাপতি মাশকুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক কাজি তারিকুজ্জামান লাল্টু, অভিভাবক সদস্য আরিফ আহমেদ, হাতেম ম-ল, মান্নান উদ্দিন, মহিউদ্দীন, নজরুল ইসলাম, ধর্মীয় শিক্ষক মো. সামসুল হক, মুক্তিযোদ্ধা রহমত আলী, মসলেম উদ্দিন, শিক্ষক জিল্লুর রহমান ও শিক্ষক সাইফুর রহমান।