চুয়াডাঙ্গায় দুঃস্থ ও দরিদ্রদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
স্টাফ রিপোর্টার: দান করলে ফুরায় না। মানুষের মাঝে দান করার মধ্যে তৃপ্তি আছে। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের দরিদ্র মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। কথাগুলো বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে দুঃস্থ ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে গতিশীল করতে আবার নৌকায় ভোট দিন। এ সরকার জনগণের সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মদ হাসনুজ্জামান মানিক, তিতুদহ ইউপি চেয়ারম্যান আখতার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি তার ঐচ্ছিক তহবিল থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন মোট ৩২ জন দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ১ লক্ষ ৬৫ হাজার টাকা প্রদান করেন। এর মধ্যে ৩১ জনের মাঝে জনপ্রতি ৫ হাজার এবং একজনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা মাসুদ উল আলম।